
কুষ্টিয়ার ভেড়ামারায় চন্দনা নদীতে জনসেবা মৎস্য জীবী সমবায় সমিতি লিমিটেড এর ইজারা নেয়া জলমহল দখলের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ২৬ জুন জনসেবা মৎস্য জীবী সমবায় সমিতি লিমিটেড এর সদস্য রোকনুজ্জামান জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদন জানিয়েছেন।
স্থানীয় সূত্র ও জনসেবা মৎস্য জীবী সমবায় সমিতি লিমিটেড এর সদস্যরা জানান, উপজেলার, চাঁদগ্রাম ইউনিয়নের চন্দনা নদীতে মৎস্যচাষের ইজারা নেয় জনসেবা মৎস্য জীবী সমবায় সমিতি লিমিটেড। কিন্তু স্থানীয় কিছু বিচ্ছৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মৎস্য চাষ প্রকল্পের, দরিদ্র মৎস্য চাষীরা।
তারা আরো জানায়, বিগত ২রা জুন হতে শুরু হয়ে অদ্যবধি উক্ত মৎস্য প্রকল্পে শুরু হয় অবৈধ দখলকারীর তৎপরতা। আবুল কালাম আজাদ ও রেজাউল এর নেতৃত্বে সঙ্গীয় ১০থেকে ১৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত মৎস্য প্রকল্পের বিভিন্ন উপকরণ যেমন, মাছ ধরার জাল, লাইট, সহ অন্যান্য আনুষঙ্গিক দ্রব্যাদি সহ দখলে নেয়।
এ ঘটনায় ভয়ে ভীত মৎস্যচাষীরা আতঙ্কে রয়েছে, যে উক্ত জলমহালে জনসেবা মৎস্যজীবী সমিতির ৩২ জন, সদস্যর পক্ষ থেকে প্রায় ৬০, লক্ষ টাকার মাছ ছাড়া থাকলেও উক্ত জলমহাল টি এখন সম্পূর্ণ তাদের বেদখলে রয়েছে।
এসময় দখলকারীরা ব্যাপকভাবে মাছের উপর একক নিয়ন্ত্রণ করছে। এ বিষয়ে ভুক্তভোগীরা পর্যায়ক্রমে ভেড়ামারা থানায় একাধিক লিখিত অভিয়োগ দায়ের করেও কোন সুরাহা পাননি বলে তারা জানান।
এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ব্যবস্থা নেয়া হবে।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০৩,২০২২//

Discussion about this post