Print Date & Time : 29 July 2025 Tuesday 4:37 am

ভেড়ামারায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলা উদ্বোধন 

ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়া ভেড়ামারায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলা ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সোমবার (২৯শে জানুয়ারি) ভেড়ামারা উপজেলা প্রশাসন এর উদ্যোগ ও বিজ্ঞান, প্রযুক্তি মন্ত্রণালয় এর বাস্তবায়নে উপজেলা অডিটোরিয়াম হলরুমে শুভ উদ্বোধন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা পলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল্লাহ, উপজেলা সহকারী প্রোগ্রামার কর্মকর্তা (আই সি টি) আলমঙ্গীর হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীম সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ। 

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৯ জানুয়ারি ২০২৪