Print Date & Time : 2 August 2025 Saturday 10:24 am

ভেড়ামারায় জাতীয় বীমা দিবস পালিত

ভেড়ামারা প্রতিনিধি:

কুষ্টিয়া ভেড়ামারায় উপজেলা প্রশাসন এর আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হলো জাতীয় বীমা দিবস। 

“করবো বীমা, গড়বো দেশস্মার্ট হবে বাংলাদেশ’’ এ প্রতিপাদ্য নিয়ে গতকাল শুক্রবার (০১লা মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‍্যালি বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু সহ বিভিন্ন বীমা কর্মীগণ।

এসময় বীমার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, জীবন জীবিকা নির্বাহের সামর্থ্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। জীবনের জন্য একটি বীমা নিরাপত্তা নিয়ে রাখাই বিচক্ষণতার কাজ। কারণ, বীমা প্রিয়জনদের জন্য এমন আর্থিক সুরক্ষা নিশ্চিত করে, যা প্রয়োজনের সময়ে আপনার এবং আপনার প্রিয়জনদের সহায়ক হয়ে দাঁড়ায়।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১ মার্চ ২০২৪