Print Date & Time : 5 May 2025 Monday 1:25 pm

ভেড়ামারায় জাতীয় ভোটার দিবস উদযাপন 

ভেড়ামারা প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে “সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (০২রা মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‍্যালি বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু, পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন, উপজেলা প্রকল্প কর্মকর্তা জহির উদ্দিন, বাহিরচর ইউপি চেয়ারম্যান রওশন আরা, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২ মার্চ ২০২৪