“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
গতকাল বুধবার (১লা নভেম্বর) সকাল ১০ টায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বরের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা, যুব ঋণের চেক ও যুব প্রশিক্ষণের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
উক্ত সভায় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, যুবকদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজ যুবক ছেলে মেয়েদের যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ এবং সহযোগিতা লোন দিয়ে বেকারত্ব দূর করছে। বাংলাদেশ সরকার দেশ থেকে বেকারত্ব দূর করার জন্য অনেক পদ্ধতি গ্রহণ করে চলেছে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ইন্দোনেশিয়া, যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ফারজানা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা পলি, নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত শাহিনুর রহমান প্রমূখ। আলোচনা সভা শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রায় ৬০ জন ছেলে মেয়েকে প্রশিক্ষণের মাধ্যমে সার্টিফিকেট ও প্রশিক্ষণপ্রাপ্ত ১৫ কে প্রায় ৯ লক্ষ টাকার চেক বিতরণ করেন অতিথি বৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা তথ্য কর্মকর্তা আলমগীর হোসেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১ নভেম্বর ২০২৩