Print Date & Time : 13 September 2025 Saturday 5:20 pm

ভেড়ামারায় জাতীয় সমবায় দিবস পালিত

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: “সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষ্যে সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে গতকাল শনিবার (২ নভেম্বর)  সকাল ১০ টায় উপজেলা সভা কক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, ভেড়ামারা উপজেলা প্রকল্প (ভারপ্রাপ্ত) কর্মকর্তা বিআরডিবি জহির উদ্দিন, ভেড়ামারা উপজেলা জাতীয় মহিলা সংস্থার দায়িত্ব কর্মকর্তা আসমান আলী, সাংবাদিক জাহিদ হাসান প্রমূখ।

এহ/02/11/24/ দেশ তথ্য