জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১২ই এপ্রিল) সকাল ১০ টায় ভেড়ামারা পৌর শাখার উদ্যোগে শহরের ব্যবসায়ীদের সাথে গণসংযোগ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নায়েবে আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর।
এসময় আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক ড নুরুল আমিন জসিম, ভেড়ামারা উপজেলার আমির মো: জালাল উদ্দিন, সেক্রেটারি শফিকুল আজম, সহকারি সেক্রেটারি তারেক আহাম্মেদ, ভেড়ামারা পৌর শাখার আমির হাবিবুর রহমান, মোঃ আব্দুল হাকিম সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড সভাপতি সেক্রেটারি নেতাকর্মীরা।

Discussion about this post