শ্রমজীবী কর্মজীবী পেশাজীবি জনগণ এক হও দেশী বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করো। বাজার সিন্ডিকেট দমন করো, নিত্যপণ্যের দাম কমাও গতকাল মঙ্গলবার (৩১শে অক্টোবর) বিকাল ৪ টায় ভেড়ামারা শহরে বাস স্ট্যান্ড শাপলা চত্বরে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে প্রধান অতিথি জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন বক্তব্যে এমনটাই বলেন।
উক্ত সমাবেশে ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম আনছার আলীর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, জাতীয় যুবজোট কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও যুবজোট’র সহ সভাপতি এবং ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিৎ কুমার সিংহ রায়, জেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল, যুবজোট’র ও চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সভাপতি চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, বাহিরচর ইউনিয়ন জাসদের সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম শফি (শফি হাজী), বাহিরচর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক আবু হাসান আবু, জেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুল ইসলাম তুহিন সহ নেতৃবৃন্দ।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ৩১,২০২৩//

Discussion about this post