কুষ্টিয়ার ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র এস.এস.সি ২০০৪ এর বন্ধু সঞ্জয় কুমারের স্মরণে জিরোফোর ব্যাচের উদ্যোগে স্মরণ সভা ও দোয়ার অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের চত্ত্বরে জিরোফোর ব্যাচের সভাপতি এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী এর সভাপত্বিতে উক্ত দোয়া ও স্বরনসভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিরোফোর ব্যাচের সেক্রেটারি মীর হাসান আলী বাবর, সঞ্জয়ের ছোট ভাই সম্পদ কুমার, মাসুদ রানা, ফয়সাল কবির, সাইফুল্লাহ আল সবুজ, তানভীর হোসেন আবির, জাহিদ হাসান, সেলিম রেজা সেতু, শাহিনুর রহমান, রকিবুল ইসলাম রকি, আমিনুল ইসলাম জনি, সাইফুল ইসলাম, জাহানুর, সৌরভ, রাজু, মামুন, ইয়াকিন, মানিক, শামীম, রনি, শাহিন, মিলন প্রমূখ।
উল্লেখ্য, গত ৯ আগষ্ট সকাল সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিরো ফোর ব্যাচের বন্ধু ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সঞ্জয় কুমার প্রামাণিক মারা যান।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ১৮,২০২৩//