জাহিদ হাসান: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালনের লক্ষ্যে মাসব্যাপী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে জুলাই পুনর্জাগরণ -২০২৫ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বিজেএম ডিগ্ৰি কলেজের হল রুমে গতকাল মঙ্গলবার (২৯শে জুলাই) দুপুরে কুষ্টিয়া জেলা তথ্য অফিস উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় উক্ত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক এটিএম কবিরুল হাসান, সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম – শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, ও জেলা তথ্য অফিসের কর্মকর্তা হিসেবে সাইন অপারেটর ফিরোজ আহাম্মদ, অফিস সহায়ক রশিদুল ইসলাম ও মোঃ আশিকুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রক্তাক্ত জুলাই বিপ্লবের বিভিন্ন ঘটনা প্রবাহ, নাটিকা ও বাল্যবিবাহের উপর চলচ্চিত্রাংশ প্রদর্শন করা হয়।

Discussion about this post