Print Date & Time : 22 April 2025 Tuesday 9:01 am

ভেড়ামারায় ডা: হ্যানিমানের জন্মবার্ষিকী পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় হোমিওপ্যাথির জনক ডা: হ্যানিমানের ১৬৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় হ্যানিমানের জীবন দর্শন এবং হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করেন ওই কলেজের অধ্যক্ষ লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ আমজাদ হোসেন, ডাঃ মামুনুর রশীদ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডাঃ মজির উদ্দিন, ডাঃ আহসান হাবীব, ডাঃ আব্দুর রহিম বিশ্বাস, ডাঃ ইসরাফিল, ডাঃ চুনু, ডাঃ বিপ্লব, ডাঃ জাহাঙ্গীর, ডাঃ নাজমুল, ডাঃ সাধনা, ডাঃ কাকলী, ডাঃ মন্জুয়ারা সহ ভেড়ামারার হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্র ছাত্রীবৃন্দ।

এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ১০,২০২৩//