জাহিদ হাসান : কুষ্টিয়ার ভেড়ামারায় তিনটি বিড়ি ফ্যাক্টরিকে শিশু শ্রম সহ অন্যান্য অপরাধে একলক্ষ বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের অভিযানে বাহাদুরপুর ইউনিয়নে কালাম বিড়ি, করিম বিড়ি ও সাগর বিড়িকে এ জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন সহ ভেড়ামারা থানার আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর উপস্থিতি কম লক্ষ করি। এ বিষয়ে শিক্ষকদের সাথে আলাপ আলোচনা করলে তারা জানান প্রায় ছাত্র-ছাত্রী বিড়ি ফ্যাক্টরিতে কাজ করে এজন্য স্কুলে আসেনা। এরই পেক্ষিতে কয়েকটি বিড়ি ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে তিনটি বিড়ি ফ্যাক্টরিকে শিশু শ্রম সহ অন্যান্য অপরাধে একলক্ষ বিশ হাজার (১,২০০০০/-) জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।