Print Date & Time : 30 July 2025 Wednesday 11:29 pm

ভেড়ামারায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কুষ্টিয়া ভেড়ামারায় ২০০ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় ফারাকপুর রেলগেট সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ প্রকৌশলী জাকির হোসেন বুলবুলের অফিস কক্ষে বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এক নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল রাজ্জাক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ প্রকৌশলী জাকির হোসেন বুলবুল, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নান, ১ নং ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আলী, যুবলীগ নেতা- হুমায়ূন কবির টুটুল, মাহামুদ হোসেন হিল্লোল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণকৃত খাদ্যের প্যাকেটের মধ্যে চাউল, আলু , পিঁয়াজ প্রভৃতি উল্লেখযোগ্য।

উল্লেখ্য, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ, বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক জাকির হোসেন বুলবুল নিয়মিত বিতরণী কার্যক্রমের আয়োজন করে গরীব -দুঃখী মানুষ জনকে সহযোগিতা প্রদান করে আসছেন। এরই ধারাবাহিকতায় আজকের কর্মসূচির আয়োজন করা হয়।

সমাজসেবক জাকির হোসেন বুলবুল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে ভবিষ্যতেও ত্রাণ সহায়তা অব্যাহত রাখা হবে।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১৬,২০২৩//