Print Date & Time : 4 April 2025 Friday 3:29 am

ভেড়ামারায় নতুন পোষাক ও ঈদ সামগ্রীতে হাসি ফুটলো দুস্থ মানুষ ও এতিম শিশুদের মুখে

ওপেলিয়া কনি, স্টাফ রিপোর্টারঃ ভেড়ামারায় শিশু তাহমিদ ফাউন্ডেশন-এর উদ্যোগে এতিম ও দুস্থ শিশুদের মাঝে নতুন পোশাক ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৫১ জন এতিম শিশুকে নতুন পোশাক প্রদান করা হয়। এছাড়া ৪ জন শিশু ও ১ জন হতদরিদ্র ব্যক্তিকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। পাশাপাশি ১০০ জন দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যার মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাই ও দুধের প্যাকেট।

শিশু তাহমিদ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ও ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়-এর সভাপতি সাংবাদিক শাহ্ জামাল-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষন সম্পাদক ড. নূরুল আমীন জসিম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আমিনুল ইসলাম, সাবেক সিভিল সার্জন ডাঃ আব্দুল হান্নান, ভেড়ামারা পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শামীম রেজা, ভেড়ামারার সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিমসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা এতিম ও দুস্থ শিশুদের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগকে প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

শিশু তাহমিদ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান শাহ্ জামাল বলেন, “সুবিধাবঞ্চিত শিশু ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, শিশু তাহমিদ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অসহায় ও দুস্থ মানুষের জন্য বিভিন্ন মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।