জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারা বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রদল কর্তৃক আয়োজিত এসএসসি পরিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন এবং শরবত বিতরন করা হয়েছে।
“মানবতার সেবায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে রবিবার (২৭শে এপ্রিল) সকাল ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিরতি হীন ভাবে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অপেক্ষায় থাকা সন্মানিত অভিভাবক ও পরিক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন এবং শরবত বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত বিতরণী অনুষ্ঠানটি নেতৃত্বে দেন, উপজেলা শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলতামাস আসলাম নিউটন।
বাহাদুরপুর ইউপি যুবদলের সদস্য সচিব শাহান মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন, বাহাদুর ইউপি বিএনপি ছাত্র দল নেতা- আশিকুর রহমান জয়, শিশির, রবিউল প্রমূখ।
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলতামাস আসলাম নিউটন জানান, বাহাদুরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরিক্ষায় অংশগ্রহন করে পরিক্ষার খাতায় লিখছেন আদরের সন্তানরা। আর বাইরে প্রচন্ড গরম ও গাড়ীর শব্দে মাঠে দাঁড়িয়ে অপেক্ষা করছেন সকল পরীক্ষার্থীর সন্মানিত অভিভাবক। কখন শেষ হবে প্রিয় সন্তানের পরিক্ষা, দীর্ঘ তিন ঘন্টা সন্তান পরিক্ষার হলে লিখছেন। এদিকে পরীক্ষা কেন্দ্রের বাহিরে রৌদ্রে পুড়ে অভিভাবকগন ক্লান্ত আর অস্থিরতার মধ্যে প্রিয় সন্তানের জন্য অপেক্ষা করছে। সেই অভিভাবকদের কষ্ট আর অপেক্ষায় থাকা চোখে পরছে বাহাদুরপুর ইউপির ছাত্রদল নেতাদের। তাই কিছুটা ক্লান্তি মুছে দিতে আমাদের এই ছোট প্রচেষ্টা।

Discussion about this post