কুষ্টিয়ার ভেড়ামারায় পণ্যে পাটজাত দ্রব্য ব্যবহার না করার অপরাধে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন।
এতে সহায়তা করেন কুষ্টিয়া জেলার পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মোঃ সোহরাব উদ্দিন বিশ্বাস।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন জানান, পণ্যে পাটজাত দ্রব্য ব্যবহার না করার অপরাধে উপজেলার কুচিয়ামোড়া অভিযান চালিয়ে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন – ২০১০ ” এর ৪ ধারা লঙ্ঘনের অভিযোগে মোঃ শিহাব উদ্দিনকে ৫ হাজার, মোঃদিলবার হোসেনকে ৫ হাজার, রোকনুজ্জামানকে ২হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
অভিযানে সহযোগিতা করেন পাট উন্নয়ন সহকারী মোঃ বেলাল হোসেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।