Print Date & Time : 25 August 2025 Monday 12:58 am

ভেড়ামারায় পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত 

ভেড়ামারা প্রতিনিধি:

কুষ্টিয়া ভেড়ামারায় এক দিন ব্যাপি পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বস্ত  ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নধীন উন্নত প্রযুক্তির নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন সম্প্রসারণ প্রকল্প এর আওতায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বুধবার (১৪ই ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ অডিটরিয়ামে বস্ত ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নধীন উন্নত প্রযুক্তির নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন সম্প্রসারণ প্রকল্প এর আওতায় পাট উৎপাদনকারী ১৫০ জন চাষী দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। 

ভেড়ামারা উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে উক্ত প্রশিক্ষণে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান।

প্রধান অতিথি পাট প্রশিক্ষণর্থীদের উদ্দেশ্য  বলেন, আমাদের দেশের পাট বিদেশে রপ্তানির মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের কাছে মাথা উঁচু করে রেখেছে।এই পাট শিল্পকে আপনাদেরই টিকিয়ে রাখতে হবে, পাট শিল্পের অবদান স্মার্ট  বাংলাদেশ  বিনির্মাণ বাংলার পাট বিশ্বমাত।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা, যশোর সহকারী পরিচালক পাট অধিদপ্তর কর্মকর্তা গোলাম সরোয়ার তালুকদার, কুষ্টিয়া মুখ্য পরিদর্শক পাট অধিদপ্তর কর্মকর্তা সোহরাব উদ্দিন বিশ্বাস, কুষ্টিয়া উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশিদ, ভেড়ামারা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা পলাশ চন্দ্র বর্মন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৪ ফেব্রুয়ারী ২০২৪