হিন্দু ধর্মের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পূজা মন্ডপ গুলোতে দেশের অন্যান্য স্থানের ন্যায় শান্তিপূর্ণ ভাবে পালিত হচ্ছে।
গতকাল রোববার (২২শে অক্টোবর) মহা অষ্টমীর সন্ধ্যায় শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দিরের দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা- দৌলতপুর) সার্কেল মহসীন আল মুরাদ মিয়া, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাঃ আমিরুল ইসলাম মান্নান সহ উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজা মন্ডপ কমিটি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভেড়ামারা পূজা মন্ডপ গুলোতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন স্থানীয় প্রশাসন। মন্ডপ গুলোতে থানা পুলিশের কর্মকর্তা, সদস্য সহ আনসার, ভলেন্টিয়ার ও সাদা পোশাকের গোয়েন্দা মোতায়েন রয়েছেন। সব মিলিয়ে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে যথাযথ ভাব গাম্ভীরদের মধ্য দিয়ে এ বছরে দুর্গাপূজা পালিত হচ্ছে ভেড়ামারায়। এখন পর্যন্ত ভেড়ামারা উপজেলার কোন পুজা মন্ডপে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post