Print Date & Time : 11 May 2025 Sunday 5:36 am

ভেড়ামারায় পৌর মেয়র’র মতবিনিময়

কুষ্টিয়ার ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে পৌর মেয়র আনোয়ারুল করিব টুটুলের এক মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৪ মে) সকালে পৌরসভার সার্বিক বিষয় নিয়ে মতবিনিময়কালে পৌরমেয়র আনোয়ারুল কবির টুটুল জানান, পৌরএলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ অসহনীয় যানজট নিয়ন্ত্রণ রাখতে পৌরএলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোট ১৬৬টি সিসিটিভি স্থাপন করা হবে। চাহিদা মেটাতে আরো বৃদ্ধি পেতে পারে। এতে করে অন্যায়, অপরাধ, চুরি, ছিনতাইসহ সব কিছুই প্রশাসনের নজরদারি তে থাকবে ফলে অপরাধ প্রবণতা কমবে বলে আমার বিশ্বাস।  সকল কাউন্সিলরবৃন্দরা আমাকে সার্বিক সহযোগিতা করার জন্য তাদের কে ও ধন্যবাদ জানান।   ইতোমধ্যে সোমবার পর্যন্ত মোট ১৬টি সিসিটিভি স্থাপন সম্পন্ন হয়েছে। আজও কার্যক্রম চলছে।  সিসিটিভির কার্যক্রম মনিটরিং করবে ভেড়ামারা থানা। এলক্ষে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি)’র অফিস কক্ষে টিভি মনিটর বসানো হয়েছে। শীঘ্রই পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি আনুষ্ঠানিকভাবে সিসিটিভি উদ্বোধন করবেন বলে পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব কে জানান। ভেড়ামারা পৌরসভা সিসিটিভি কার্যক্রমের আওতায় আনার সংবাদে পৌরবাসী গর্বিত। পৌরবাসী মেয়র আনোয়ারুল কবির টুটুলসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে পৌর এলাকা সিসিটিভির আওতায় আনার জন্য পৌর মেয়রসহ পরিষদ কর্তৃপক্ষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। 

আর//দৈনিক দেশতথ্য//২৪ মে-২০২২//