Print Date & Time : 21 April 2025 Monday 6:45 pm

ভেড়ামারায় প্রাথমিক শিক্ষা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

জাহিদ হাসান(ভেড়ামারা): কুষ্টিয়া ভেড়ামারায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সোমবার (১৯ শে ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সভাপতি আকাশ কুমার কুন্ডু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু।

বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম জহির, উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার কর্মকর্তা (আই সি টি) আলমঙ্গীর হোসেন। এসময় উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। 

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৯ ফেব্রুয়ারী ২০২৪