জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া): কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলার ২৫০ জন কৃষকদের মাষকালাই ৫ কেজি, ডি.এ.পি সার ১০ কেজি ও এম.ও.পি সার ৫ কেজি বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার (৪ঠা সেপ্টেম্বর) সকাল ১১টায় কৃষকদের মাঝে ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ- ২ মৌসুমে মাষকলাই আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এগুলো বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা পলি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা মৎস্য অফিসার শাম্মী শিরিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকল্প কর্মকর্তা জহির উদ্দিন, উপজেলা বি আর ডিপি কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শাহানাজ ফেরদৌসি, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাসির উদ্দিনসহ সাংবাদিক হেলাল মজুমদার, আল মাহাদী ও জাহিদ হাসান।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৪ সেপ্টেম্বর ২০২৪