Print Date & Time : 1 May 2025 Thursday 1:47 pm

ভেড়ামারায় প্রোসিড স্কুল এন্ড কলেজে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া): রবিবার কুষ্টিয়ার ভেড়ামারায় প্রোসিড স্কুল এন্ড কলেজে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ভেড়ামারার শিক্ষা পরিমণ্ডলের ইতিহাসে এবারই প্রথম কোন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা গ্রহণের মাধ্যমে ছাত্রছাত্রী ভর্তি করার মতো বিরল ঘটনা ঘটলো।
এলাকাবাসী তথা বিদ্বানুরাগী ব্যক্তিবর্গ এটিকে একটি চমক বলে অভিহিত করেছেন।
সকাল দশটায় নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা শুরু হয়।

নির্ধারিত পঞ্চাশটি আসনের বিপরীতে মোট ২০৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
এছাড়া প্রোসিড স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কেক কাটার মধ্য দিয়ে এক আনন্দঘন পরিবেশে এই প্রতিষ্ঠাবার্ষী উদযাপিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেই অনুষ্ঠিত হলো ভর্তি পরীক্ষা।

২০২৫ সালে ষষ্ঠ শ্রেণীতে ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করে।

প্রোসিড স্কুল এন্ড কলেজের পরিচালক সাজেদুল ইসলাম তুহিন জানিয়েছেন, প্রোসিড পরিবার দীর্ঘদিন ধরে ভেড়ামারার শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা তথা অবদান রেখে আসছে। অভিভাবক শিক্ষার্থী তথা বিদ্বানুরাগীদের আস্থার প্রতিদান এই ভর্তি পরীক্ষার মাধ্যমে পাওয়া গেছে। ভেড়ামারায় কোন প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে এই ভর্তি পরীক্ষার ব্যাতিক্রমধর্মী ঘটনা সত্যিই চমকপ্রদ। তিনি আরো বলেন, আমাদের উপরে অভিভাবকরা যে দায়িত্বভার অর্পণ করেছেন এবং রশিদ পরিবারকে ঘিরে যে আশা ভরসা রাখছেন তার প্রতিদান দেবার জন্য আমরা অবশ্যই সচেষ্ট থাকবো।