Print Date & Time : 23 April 2025 Wednesday 3:30 am

ভেড়ামারায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কুষ্টিয়া ভেড়ামারায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল রবিবার (৩০শে জুলাই) সকালে
“মাদক মুক্ত সমাজ গড়তে, খেলাধুলার নেই বিকল্প” এ প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে ভেড়ামারা সরকারি কলেজ মাঠে উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু।

বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আহসান আরা, ভেড়ামারা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাহিদ হাসান সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩০ জুলাই ২০২৩