Print Date & Time : 16 April 2025 Wednesday 3:37 pm

ভেড়ামারায় বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন

“সংগ্রাম স্বাধীনতা,প্রেরণায় বঙ্গমাতা” প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা জাতীয় 

মহিলা সংস্থার উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।গতকাল মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় জাতীয় মহিলা সংস্থার অফিস কক্ষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও অসচ্ছ্বল দুইজন মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়। 

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বলাকা পারভীন স্বপ্না’র সভাপতিত্বে ও উপজেলা অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাঃ আসমান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা 

উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ড, ভেড়ামারা মডেল থানার 

অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জহির, উপজেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, নির্বাচন অফিসার ফাতেমা খাতুন, বন কর্মকর্তা জাহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা কাজী মোঃ মুসা, প্রাথমিক শিক্ষা অফিসার আহসান আরা, তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকার, 

তথ্য সেবা সহকারী মোছাঃ জান্নাতুল নাঈম, মাহাবুবা ফেরদৌস, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার কারিবুল ইসলাম রনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থা পরিচালনা পরিষদের সদস্য- নিলুফা ইয়াসমীন ঝর্ণা, হাসিনা বানু, মহুয়া জামান, জাতীয় মহিলা সংস্থার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আব্দুল 

বারী, ট্রেড প্রশিক্ষিকা শাহানারা বেগম, অফিস সহায়ক আকবর হোসেন, মোহন আলী প্রমূখ।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৮,২০২৩//