জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারায় বজ্রপাতে শামীম হোসেন (২৬) ও বিপুল (২৮) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (১২ই আগষ্ট) দুপুরে মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর বাগানপাড়া গ্রামের মোয়াজ্জেল হোসেনের ৩য় পুত্র শামীম হোসেন ও জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া গ্রামের আব্দুল বারীর পুত্র বিপুল এর বজ্রপাতে মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, শামীম হোসেন ক্ষেমিরদিয়া মাঠে ও বিপুল নলুয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে পান বরজ কাজ করছিলেন। দুপুরে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।
বজ্রপাতের শিকার হয়ে তারা দুইজন গুরুতর আহত হলে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই যুবকের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করেন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান জানান, হাসপাতালে আনার পূর্বেই তাদের মৃত্যু হয়েছিল।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Discussion about this post