Print Date & Time : 30 April 2025 Wednesday 4:01 am

ভেড়ামারায় বন্যপ্রাণী সংরক্ষণ সচেতনামূলক সভা

জাহিদ হাসান:”জনগণ যদি হয় সচেতন, মেছো বিড়াল হবে সংরক্ষণ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বন ও পরিবেশ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন ও উপজেলা সামাজিক বন বিভাগের আয়োজনে মেছো বিড়াল এবং বন্যপ্রাণী সংরক্ষণ সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৯শে এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা চত্বরে উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল্লাহ, উপজেলা সমাজসেবা অফিসার ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা প্রকল্প কর্মকর্তা জহির উদ্দিন, পৌরসভার সাবেক প্যানেল মেয়র নাঈমুল হক, বিজেএম ডিগ্রী কলেজের ক্রিয়া শিক্ষক হেলালুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা ভেড়ামারা শাখার সাধারণ সম্পাদক জাহিদ হাসান, ভেড়ামারা উপজেলা মডেল মসজিদের ইমাম ফারুক আহমেদ।