Print Date & Time : 1 May 2025 Thursday 4:24 am

ভেড়ামারায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া): কুষ্টিয়া ভেড়ামারায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (২২শে ডিসেম্বর) দুপুর ৩টায় উপজেলা অডিটোরিয়ামে ভেড়ামারা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ভেড়ামারা উপজেলা বিএনপি’র সভাপতি ও জুনিয়াদহ ইউপির সাবেক চেয়ারম্যান শিহাবুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক কুষ্টিয়া জেলা বি এন পির সভাপতি, কুষ্টিয়া (মিরপুর-ভেড়ামারা)-২ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধ জননেতা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম।

উদ্বোধক ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক, ভেড়ামারা -মিরপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত ফরিদা ইয়াসমিন।

প্রধান বক্তা ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

উক্ত সভায় সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি কুষ্টিয়া, সাধারণ সম্পাদক ভেড়ামারা উপজেলা বিএনপি, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র এ্যাড, তৌহিদুল ইসলাম আলম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জানবার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু ও বিএনপি নেতা অধ্যক্ষ আসলাম উদ্দিন-সহ বিএনপির ও অঙ্গ-সংগঠনের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কর্মীসভায় কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার বলেন, বিএনপি নেতা কর্মীদেরকে মনে রাখতে হবে যে বিএনপি এখনো ক্ষমতার মসনদে আরোহন করতে পারেনি। সুতরাং আত্ম তৃপ্তিতে ভুগে এমন কোন কাজে জড়িত হবেন না যাতে জনগণের সমর্থন হারাতে হয়। নির্বাচন সহজ হবে না। নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপিকে ক্ষমতায় বসাতে হলে নেতাকর্মীদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি আরো বলেন, খুব শীঘ্রই কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করা হবে। বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মতামত এবং ভোটের মাধ্যমে বিএনপির ওয়ার্ড ইউনিয়ন উপজেলা পৌরসভা কমিটি গঠন করা হবে।

কর্মী সভার প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, খুব শীঘ্রই তারেক জিয়া দেশে ফিরছেন। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের অনুসারী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন।

অধ্যাপক শহিদুল ইসলাম আরও বলেন, দ্রুতই আপনাদের মতামতের ভিত্তিতে ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপি এবং বিএনপি’র কমিটির নেতৃত্ব কারা দেবে তা নির্ধারণ করা হবে।
পরিশেষে কর্মীসভা থেকে উপজেলা বিএনপি’র বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন।