Print Date & Time : 27 September 2025 Saturday 6:21 am

ভেড়ামারায় বিএনপির পথসভা অনুষ্ঠিত

জাহিদ হাসান:

কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপির লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২৬শে সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে বিকেল সাড়ে চারটায় গোলাপনগর বাজারে মুকুল ক্লাব মাঠে পথসভায় বক্তব্য রাখেন, জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ড. সাইফুল ইসলাম (রিকেট)।

উক্ত অনুষ্ঠানে মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাদত হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোকারিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ফজলুল হক ফজল চেয়ারম্যান এর পুত্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাড. বুলবুল আবু সাঈদ শামীম, মোকারিমপুর ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি (সাবেক মেম্বার) আব্দুল কাদের, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনজুর আলম দুলাল।

আরো উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড সাবেক মেম্বার দুদু, ইন্জিনিয়ারিং হাবিবুর রহমান, মোকারিমপুর ইউনিয়ন বিএনপি নেতা রিপন মাষ্টার, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মোকারিমপুর বাজার কমিটির সভাপতি আব্দুল রাজ্জাক, এ্যাড, রোকনুজ্জামান সাজু প্রমূখ।

অনুষ্ঠানে শুরুর পূর্বে কোরআন তেলওয়াত করেন, ইমরান হোসেন তুফান।