কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম গত মঙ্গলবার (১৯ এপ্রিল) ভেড়ামারাস্থ নিজ বাস ভবন প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা করেছেন।
ভেড়ামারা উপজেলা চত্বরে মুক্তিযুদ্ধ ভাষ্কর্য নিয়ে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের নাম বিকৃত করে কুষ্টিয়ার একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ ও ভাস্কর্য অপসারণের ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত ওই প্রতিবাদ সভায় বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থতা কামনা করা হয়েছে।
ওই সভায় সভাপত্বি করেছেন মিরপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মিরপুর পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু, কুষ্টিয়া শহর বিএনপি’র সভাপতি কুতুব উদ্দিন, জেলা যুবদলের সভাপতি আল আমিন রানা, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মাজেদ, মিরপুর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক রহমত আলী রব্বান, দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মাহবুব আলম হারছেন, মালিহাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি নুরে আল আমিন বুলবুল প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট, প্রাক্তন সেনাপ্রধান, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও স্বাধীনতা যুদ্ধের জেড ফোর্সের অধিনায়ক শহীদ জিয়াউররহ মান (বীর উত্তম) এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। যারা ষড়যন্ত্র করবে তারা ইতিহাস বিকৃতকারী হিসেবে পরিচিতি লাভ করবে। ক্ষণজন্মা নেতা হিসেবে মাত্র তিন বছরের শাসনামলে তিনি জাতিকে দিয়েছিলেন অসাধারন কর্মযঁজ্ঞের অনুপ্রেরণা।বাংলাদেশী জাতীয়তাবাদের চূড়ান্ত বার্তা ছড়িয়ে দিয়েছিলেন আপামর জনসাধারণের মাঝে। এক অদ্ভূত জাগরণের দাবানলে তলাবিহীন ঝুঁড়ির গ্লানি থেকে দেশের সম্মান নিয়ে গেলেন আন্তর্জাতিক দরবারে। ইরাক ইরান ভ্রাতৃঘাতী যুদ্ধ বন্ধে মধ্যস্ততাসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে তিনি পৌঁছে গেলেন বিশ্বনেতার কাতারে। দেশকে স্বনির্ভর করার প্রাণান্ত চেষ্টা করে গেছেন আমাদের রাখালরাজা। সাধারণ মানুষের আবেগের কেন্দ্রবিন্দুতে নিজের জায়গা করে নিলেন শহীদ জিয়া। রাষ্ট্রে প্রতিটি অবিচ্ছেদ্য অঙ্গ ফিরে পেয়েছিল কর্মমুখর প্রাণচাঞ্চল্য। শহীদ জিয়া হয়ে উঠলেন বাংলাদেশ তথা বিশ্বের একজন অবিসংবাদিত নেতা তাকে কালি লেপে মুছে দেওয়ার কোন সুযোগ নেই। তিনি আছেন মানুষের অন্তরে।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২০,২০২২//

Discussion about this post