Print Date & Time : 28 July 2025 Monday 11:40 pm

ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল 

জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও আওয়ামী খুনি হাসিনা এবং তাদের দোষরদের সর্বোচ্চ শাস্তির দাবিতে কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল রবিবার (১৫ই ডিসেম্বর) বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে। 

ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশে বক্তব্য রাখেন – উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য, সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাজান আলী ও ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হোসাইন সোহাগ। এসময় উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

টি//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ১৬,২০২৪//