Print Date & Time : 11 September 2025 Thursday 5:28 am

ভেড়ামারায় বিজেএম ডিগ্রী কলেজে বিদায় সংবর্ধনা

জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারায় বাহাদুরপুর বিজেএম ডিগ্রী কলেজের ব্যবস্হাপনা বিভাগের সহকারী অধ্যাপক ফেরদৌস হোসেন ও প্রদর্শন আব্দুর রব এর অবসরজনিত বিদায় এবং নবাগত অত্র  কলেজের সম্মানিত সভাপতি শাহাজান আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (২১শে নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উক্ত কলেজের আয়োজনে কলেজ হল রুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

বিজেএম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত অত্র  কলেজের সম্মানিত পরিচালনা পর্ষদ সভাপতি শাহাজান আলী।

বিশেষ অতিথি ছিলেন, বিজেএম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও কলেজ পরিচালনা পর্ষদ সদস্য আসলাম উদ্দীন, কলেজ পরিচালনা পর্ষদ সদস্য আলহাজ্ব রুবেল মাহমুদ সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ।