জাহিদ হাসান : কুষ্টিয়ার ভেড়ামারায় ঐতিহ্যবাহী বিজেএম ডিগ্রী কলেজের উদ্যোগে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের ও অফিস সহকারী রেজাউল হকের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২৩শে জুন) সকালে কলেজ অডিটোরিয়ামে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজেএম ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাজান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত কলেজের অবসরপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ আসলাম উদ্দীন।
প্রভাষক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পর্ষদ সদস্য গোলাম হোসেন, উক্ত কলেজের সাবেক সহকারী অধ্যাপক ফেরদৌস হোসেন, আজিজুর রহমান, ইদ্রিস আলী, সহকারী অধ্যাপক এটিএম কবিরুল হোসেন, আমিনুল ইসলাম ও বিদায়ী অফিস সহকারী রেজাউল হক।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, রাইসা আক্তার অনু ও সজনী খাতুন ।
অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।