জাহিদ হাসান : শিক্ষকতা পেশা-মিলিত প্রচেষ্টার দীপ্তি এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় যথাযোগ্য মর্যাদার বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
গতকাল রবিবার (৫শে অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার ফারুক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুস সাত্তার, ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল হক, ভেড়ামারায় হাজী আফছার উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক মজিবুর রহমান, হাজী ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই সিদ্দিকী, পশ্চিম বাহিরচর ১২ মাইল দাখিল মাদ্রাসার সুপার মোঃ মাসুদ করিম, কফেজান নেছা ও হাজী নেয়ামত উল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৌহিদুল ইসলাম, রহিমা আফছার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল হক, সবুজ কলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা।

Discussion about this post