ভেড়ামারা প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৯শে মে) সকাল ১১ টায় ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান এর সভাপতিত্বে অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এমদাদুল হক, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) লুৎফর রহমান, ভেড়ামারা উপজেলা প্রাথমিক কর্মকর্তা শহিদুল ইসলাম, দৈনিক হিসনা বাণী পত্রিকার প্রকাশক সম্পাদক আরিফুজ্জামান লিপটন, সাংবাদিক জাহিদ হাসান প্রমূখ।
সভায় ব্যক্তারা জানান, আগামী ১ লা জুন ২০২৪ তারিখে দেশব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। সেখানে ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১ টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ আপনার শিশুর জন্য সম্পুর্ণ নিরাপদ।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৯ মে ২০২৪