জাহিদ হাসান,ভেড়ামারা: কুষ্টিয়ার ভেড়ামারায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ধারী একজনকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২২শে অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় বাহিরচর ইউনিয়নের দশমাইল বিশ্বরোডে ডিবি পুলিশ পরিচয়ধারী কুষ্টিয়া ত্রিমোহিনী গ্রামের ইকবাল হোসেনের ছেলে ইকরাম হোসেনকে আটক করে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, ইকরাম হোসেন ইকাব (২৮) ও তার সঙ্গী অজ্ঞাত আরো একজনসহ বারো মাঈল থেকে মিরপুরগামী পটাক গাড়ি থামিয়ে যাত্রী মো: আবেদ আলী (৪৫), পিতা-মৃত আরব আলী ও ছলিম প্রমানিক (৬০), পিতা- মৃত খবির উদ্দিন প্রমানিক, উভয় সাং- পশ্চিম বাহিরচর, থানা- ভেড়ামারা, জেলা- কুষ্টিয়ার কাছ থেকে ১ লক্ষ ২ হাজার টাকা নগদ টাকা ডিবি পুলিশ পরিচয়ে ছিনিয়ে নেয়।
এসময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করার চেষ্টাকালে ইকরাম হোসেনের সাথে থাকা অপর অজ্ঞাত সঙ্গী পালিয়ে যায় এবং এলাকাবাসীর কাছে ইকবাল হোসেনের আটক হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জানান, অভিযুক্ত ইকরাম হোসেনকে স্থানীয়রা ধরে মারপিট করে ভিকটিমের টাকা ফেরত নেয়। পরে থানা পুলিশ অভিযুক্ত ভুয়া ডিবি পুলিশ ইকরাম হোসেন ইকাবকে গ্রেফতার করে ভেড়মারা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে থানায় নিয়ে আসে।
অভিযুক্তের কাছ থেকে একটা ওয়াল্টন কোম্পানীর স্টাফ আইডি কার্ড ও দৈনিক প্রতিজ্ঞা নামক সংবাদপত্রের আইডি পাওয়া গেছে। অভিযুক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এহ/22/10/24/ দেশ তথ্য

Discussion about this post