জাহিদ হাসান: “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি” এর স্লোগান সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত তিনদিনের ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (২৫শে মে) সকালে উপজেলা ভূমি অফিস থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুমে কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভুমি বিষয়ক সমস্যা উত্তরণের উপায় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, সমাজসেবা অফিসার ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা জহির উদ্দিন, জাতীয় মহিলা সংস্থা ভেড়ামারা উপজেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাঃ আসমান আলী, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ডাঃ আমিরুল ইসলাম মান্নান, সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল আলিম প্রমূখ।