কুষ্টিয়া ভেড়ামারায় নেশা জাতীয় মাদকদ্রব্য ০১ (এক) কেজি গাজা সহ শান্তি আরা খাতুন (৪৫) ও আশাবুল ইসলাম আকাশ (২০) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ।
গতকাল শনিবার (২রা ডিসেম্বর) সকাল ১০ টার ভেড়ামারা উপজেলার বাহিরচর গঙ্গা -কপোতাক্ষ শেষ প্রকল্প জিকে ১ নম্বর ব্রিজের সন্নিকটে এসআই মাজেদুল ইসলাম ও এসআই বিশ্বজিৎ কুমার এর নেতৃত্বে কনস্টেবল তারাজুল ইসলাম সহ-সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে দৌলতপুর থেকে কুষ্টিয়া অভিমুখে ছেড়ে আসা শুভ ডিলাক্স পরিবহনে তল্লাশি চালিয়ে সাদা কাপড়ে পেচানো স্কুল ব্যাগের মধ্যে থাকা নেশা জাতীয় মাদকদ্রব্য ০১ (এক) কেজি গাজা সহ দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের আবুল কালামের স্ত্রী শান্তি আরা খাতুন (৪৫) ও একই গ্রামের আক্কাস আলীর পুত্র আশাবুল ইসলাম আকাশ (২০) কে ভেড়ামারা থানা পুলিশ আটক করে।
তাদের বিরুদ্ধে ভেড়ামারা থানার মামলা নং-০১, তাং- ০২/১২/২০২৩ ইং, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনি ১৯ (ক) রুজু করা হয়েছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম জহির জানান, মাদকমুক্ত ভেড়ামারা গড়তে মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে তিনি সর্বস্তরের জনগনের সহযোগীতা কামনা করেছেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২ ডিসেম্বর ২০২৩

Discussion about this post