Print Date & Time : 15 May 2025 Thursday 7:06 am

ভেড়ামারায় মাদক ব‍্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার   ভেড়ামারা  উপজেলার মট পাড়া থেকে সুমন হোসেন  (২৫ ) নামক এক  মাদক ব‍্যবসায়ীকে আটক করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও এলাকা সূত্রে জানা গেছে, আজ সোমবার  সকাল  ১০টার সময় ভেড়ামারা  উপজেলার  পৌরসভার ৮ নং ওয়ার্ডের মট পাড়া গ্রামের বাবর আলীর ছেলে  সুমন হোসেন (২৫) তার ভাড়া করা বাড়ীতে নিজ কক্ষে মাদকসহ আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে এস আই জিএম হাফিজুর রহমান  ও এ এস আই হোসেন আলীর নেতৃত্বে ৫ হাজার  পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব‍্যবসায়ী সুমন হোসেন   (২৫)কে আটক করেন। 

যার আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা।এই ব‍্যাপারে ভেড়ামারা  থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮  এর ৩৬( ১) সারনির ২৯ (ক)  আইনে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৩ তারিখ:১৪ /২ /২২ একটি নিয়মিত রুজু করা হয়।

মাদকদ্রব্য কর্মকর্তা বেলাল হোসেন জানান, মাদক কারবারি সুমন হোসেন দীর্ঘদিন ধরে বাড়িভাড়া করে  মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।