কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামে সিদ্দিক হত্যা মামলার এজাহারে কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক, ভেড়ামারা কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল আলিম স্বপন তার অনুজ চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাব্দুল হাফিজ তপন এর নাম অন্তর্ভুক্ত করার তীব্র প্রতিবাদ জানালো ভেড়ামারা উপজেলা জাসদ।
উপজেলা জাসদ রোববার প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ প্রদর্শন করে। বিকাল ০৪.০০ টার সময় উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনসার আলী, জাতীয় যুবজোট নেতা ও ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, কৃষি বিষয়ক সম্পাদক বশিরউদ্দিন বাচ্চু, পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল প্রমুখের নেতৃত্বে উপজেলা জাসদ কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়। । মিছিলটি সারা শহর প্রদক্ষিন করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে অবিলম্বে তাদের নেতৃবৃন্দের নামে দেওয়া মামলা প্রত্যাহারের দাবি জানান। এর অন্যথা হলে নেতৃবৃন্দ এই ইস্যুতে সংগঠনের নিরিখে কার্যকর ব্যবস্থা গ্রহন করা হবে মর্মে জানিয়ে দেন।
এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ২০//২০২২//

Discussion about this post