কুষ্টিয়ার ভেড়ামারা বিলশুকা মাহমুদীয়া মাদ্রাসার কোমলমতি এতিম শিক্ষার্থীদের মাঝে শীত বস্তু কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (৩০শে ডিসেম্বর) রাত্রী সাড়ে ৭ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিলশুকা উত্তর পাড়া সংলগ্ন হিসনা নদীর মাঝে অবস্থিত মাহমুদীয়া মাদ্রাসার ১৮ জন এতিম শিক্ষার্থীকে কম্বল বিতরন করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি মঞ্জুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।
বিশেষ অতিথি ছিলেন, বাহাদুরপুর বিজিএম কলেজের প্রভাষক হেলালুর রহমান, মাহমুদীয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতী বেলাল হোসেন, মাদ্রাসার শিক্ষক মোমিনুল, যুবলীগ নেতা – মোহাম্মদ হোসাইন মনি, পল্লী চিকিৎসক আমিরুল ইসলাম রাজা, সাতবাড়িয়া স্কুলের শিক্ষক মাহাবুল ইসলাম, ভেড়ামারা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাহিদ হাসান প্রমূখ।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩০ ডিসেম্বর ২০২৩

Discussion about this post