Print Date & Time : 28 August 2025 Thursday 8:41 pm

ভেড়ামারায় মোবাইল কোর্টে অর্থদণ্ড

জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারায় মোবাইল কোর্টে অভিযান চালিয়ে ২০হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার (১৫ই মে) বিকেল ৫ টায় দি মেডি এইড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন এর ডাঃ আব্দুর রাজ্জাক (এম বি বি এস, পি জি টি শিশু) কে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন বলেন, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত নয় (পি জি টি) এমন পদবী ব্যবহার করায় ভেড়ামারা শহরে অবস্থিত দি মেডি এইড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন এর ডাঃ আব্দুর রাজ্জাক (৫৩) কে ২০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।