কুষ্টিয়ার ভেড়ামারা ঢাকা কোচ স্ট্যান্ডের পিছনে রেললাইনের উপরে সোমবার (১৬ মে) দুপুরে প্রকাশ্যে দিবালোকে রিপন নামে এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করেছে তানজিলুর পারভেজ ইভন গং।
অনুসন্ধানে এবং রিপনের আত্মীয় স্বজন থেকে প্রাথমিক ভাবে জানা যায়, তানজিলুর পারভেজ ইভন পিতা তাহাজ্জদ ওরফে তাজু, বাদশা ফাহাদ পিতা রেজাউল, সায়েম পিতা সোহেল সর্ব সাং চাঁদগ্রাম গং কর্তৃক রিপন পিতা নুরুজ্জামাল সাং চাঁদগ্রাম কে ভেড়ামারা ঢাকা কোচ স্ট্যান্ডের পিছনে রেললাইন এর উপরে উপর্যুপরি কুপিয়ে প্রকাশ্যে দিবালোকে রিপন নামের ১ জনকে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করলে মূমুর্ষ অবস্থায় রিপনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ ঘটনায় সায়েম নামে একজন কে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, সায়েম নামে একজনকে গ্রেফতার করেছে এবং বাকীদের কে গ্রেফতার এর চেষ্টা চলছে। এ ঘটনায় কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবেনা। অভিযান এবং প্রকৃত দোষীদের কে সনাক্ত করণে তদন্ত চলছে। আর//দৈনিক দেশতথ্য//১৬ মে-২০২২//