Print Date & Time : 23 April 2025 Wednesday 9:00 am

ভেড়ামারায় যুবজোট ও ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

কুষ্টিয়া ভেড়ামারায় জাসদ অফিসে হামলা, বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা যুবজোট ও বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) এর উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার (৩১শে মে) বিকাল ৫ টায় বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিন শেষে মধ্যবাজার বক চত্বরে গিয়ে শেষ করে সমাবেশে অনুষ্ঠিত হয় ।

এসময় সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তারা বক্তব্যে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রেখে  সুশাসন প্রতিষ্ঠা করতে জঙ্গিবাদ, সন্ত্রাস নৈরাজ্য রুখে দিতে হবে। বিএনপি নৈরাজ্য করে জঙ্গিদের সাথে নিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাই। তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তাদের রাজনৈতিক ভাবে রাজপথেই প্রতিহত করতে হবে। গণবিচ্ছিন্ন বিএনপিকে রুখে দিতে হবে। তারা নিজেরা নৈরাজ্য সৃষ্টি করে দায় অন্যের ঘাড়ে চাপাতে চাই। তাই সবাইকে সচেতন হয়ে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাড়াতে হবে।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনসার আলী, জেলা যুব জোটের ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান শোভন, তথ্য সম্পাদক রকিব সরকারসহ অনেকে।

এবি//দৈনিক দেশতথ্য//মে ৩১,২০২৩//