জাহিদ হাসান, ভেড়ামারা : কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (২৭শে অক্টোবর) সকাল ১০ টায় যুবদল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ড্যাব ও এম- ট্যাব কুষ্টিয়া জেলা শাখার সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৩০০ জন রুগীকে চিকিৎসা, ঔষধ সেবা প্রদান করা হয়েছে।
ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌরসভার মেয়র
এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধনী ঘোষণা করেন।
ভেড়ামারা উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, কেন্দ্রীয় মহিলা দলের সহকারী কৃষি বিষয়ক সম্পাদিকা ফারিয়া আক্তার বেলী, ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতা ডাক্তার আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জানবার হোসেন
সাবেক ভিপি ও বিএনপি নেতা আবু মোহাম্মদ নুরুদ্দিন নুরু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজিম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান জিন্না, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব নজিবুল হক সুমন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বিপ্লব হোসেন, মোহাম্মদ মনিরুজ্জামান রুবেল, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ মঈনুল ইসলাম, যুবদল নেতা নান্টু মন্ডল, রুহুল, আমিন, জীবন, মিন্টু, শরীফ, জিয়া রাজিব প্রমুখ।
চিকিৎসা সেবা কার্যক্রম তত্ত্বাবধান করেন, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার মোঃ আব্দুল কাদের উজ্জল।
সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মোশারফ হোসেন।
চিকিৎসা সেবা গ্রহণকারী অসহায় ও দুস্থ্য রোগীরা অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারগণের দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে সাংবাদিকদের কাছে দেয়া তাদের প্রতিক্রিয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।
এহ/27/10/24/ দেশ তথ্য

Discussion about this post