ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি ।। কুষ্টিয়ার ভেড়ামারায় উন্নয়ন কাজে বাঁধা দেয়া ও সহকারী নির্বাহী প্রকৌশলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রেলওয়ের কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেন।
বাংলাদেশ রেলওয়ে মুজিব বর্ষ উপলক্ষে রেলের উন্নয়ন কাজে বাঁধা দেয়া ও সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে ভেড়ামারা রেলওয়ের সকল কর্মচারীদের উদ্যোগে প্লাটফর্মে এ প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উর্ধতন উপসহকারী (পথ/ ওয়ে ভেড়ামারা) সাইফুল ইসলাম, ভেড়ামারা রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি সেলিম রেজা, কার্যকরী সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক নান্টু মিয়া, সহসাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খোকন আলীসহ সকল কর্মচারীবৃন্দ।
অবিলম্বে আসামীদের গ্রেফতার এর আহবান জানান। ২৪ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার না হলে তারা কর্মবিরতি থেকে শুরু করে কঠোর পদক্ষেপসহ নানা কর্মসূচি গ্রহণ করবেন বলে সভায় বক্তারা জানান।
আর//দৈনিক দেশতথ্য//১৩ সেপ্টেম্বর-২০২২