কুষ্টিয়া ভেড়ামারায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বরের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ভাস্কর্যে ও শহীদদের স্মৃতিসৌধের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা নির্বাহী অফিসার এর কক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জহির, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা পলি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহসান আরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবুল হাসেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল্লাহ, ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আলম জাকারিয়া টিপু, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার কর্মকর্তা (আই সি টি) আলমঙ্গীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ড. অমরেন্দ্র নাথ বিশ্বাস সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠানে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ভেড়ামারা উপজেলা মডেল মসজিদের ইমাম ফারুক আহমেদ।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যৌথ ভাবে এ দেশের রাজাকার, আল বদর, আল শামস বাহিনী কতৃক বহু বুদ্ধিজীবি, যেমন গোবিন্দ চন্দ্র দেব, শহীদুল্লাহ কায়সার, জহীর রায়হান, মুনির চৌধুরী, জোতির্ময় গুহঠাকুরতা, সিরাজুদ্দীন হোসেন, আনোয়ার পাশা, আলতাফ মাহমুদ, মোফাজ্জেল হায়দার চৌধুরী, আব্দুল আলীম চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী, নিাজম উদ্দিন আহমেদ,ফজলে রাব্বি, মেহেরুন্নেসা, সেলিনা পারভিন সহ শত শত বুদ্ধিজীবিকে নির্বিচারে হত্যা করে। তাই স্বাধীনতা বিরোধী চক্র কর্তৃক বাঙালী জাতিকে মেধাশূন্য করার এই দিনটাকে বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবি দিবস হিসেবে পালন করা হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৪ ডিসেম্বর ২০২৩

Discussion about this post