জাহিদ হাসান: “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় শিক্ষার্থীদের মাঝে ৩৬০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার ১৪ই জুলাই ২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ে ৯০০জন শিক্ষার্থীদের মাঝে ৩৬০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণের মাধ্যমে সবুজায়নকে উৎসাহিত করা।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশফাকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস।
এসময় আরো উপস্থিত ছিলেন, দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, সাইদুল ইসলাম, নজরুল ইসলাম, অফিস সহকারী রেজাউর রহমান তনু প্রমূখ।