জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার এ.এস.এম.কে.পি মাধ্যমিক বিদ্যালয় এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৭ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতকার্য শিক্ষার্থীদের এ সম্মাননা ও উৎসাহ প্রদান করা হয়।
প্রধান শিক্ষক মোছাঃ রোখসানা সুলতানা এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শাহরিয়ার আহমেদ( সাদ্দাম)। বিশেষ অতিথি ছিলেন, অভিভাবক সদস্য খলিলুর রহমান, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনে অধ্যবসায়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান। বক্তারা বলেন, পরিবার ও শিক্ষকের অবদানই একজন শিক্ষার্থীর সফলতার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি।
প্রধান অতিথি শাহরিয়ার আহমেদ তাঁর বক্তব্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। শুধু পরীক্ষায় পাস করলেই যথেষ্ট নয়, তাদের ভালো মানুষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে উঠতে হবে। বর্তমান প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে জ্ঞান অর্জনের পাশাপাশি মূল্যবোধ, দেশপ্রেম এবং পরিবেশ সচেতনতা থাকতে হবে। তোমাদের প্রতিটি কাজে যেন মানুষের উপকার হয়, সেই চেতনা নিয়ে পথ চলা শুরু করতে হবে। এই সফলতা যেন তোমাদের আত্মতুষ্টিতে না ভোগায়, বরং ভবিষ্যতের পথে আরও ভালো করার প্রেরণা জোগায়।
তিনি আরও বলেন, বিদ্যালয় শুধু পড়ালেখার স্থান নয়, এটি মানবিক গুণাবলি অর্জনের ক্ষেত্রও। শিক্ষকরা কেবল পাঠ্যপুস্তক শেখান না, তারা জীবন গঠনের দীক্ষাও দেন। সাফল্যের এই মঞ্চ থেকে তোমাদের পরিবার, শিক্ষক ও সমাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সুন্দর্য বন্ধনে বিদ্যালয়ের মাঝে ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়। পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। চারা বিতরণের সময় শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের গাছ রোপণ করে তার যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়।

Discussion about this post