কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা আল্লার দর্গা সড়কের সোনার বাংলা মুড়ি ফ্যাক্টারীর সামনে সড়ক দূর্ঘটনায় শিমুল (১৫) নামে একজন নিহত হয়েছে।
দূর্ঘটনার সংবাদ পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস ও ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
শিমুলের লাশ থানায় নেয়া হয়েছে। নিহত শিমুল কাজিহাটা দক্ষিনপাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে ও সিরুর নাতি।শিমুল ইট ভাটার শ্রমিক।
সে ভেড়ামারা থেকে গাড়িতে চড়ে কাজিহাটায় যাওয়ার পথে স্যালো ইঞ্জিন চালিত গাড়িটি উল্টে গিয়ে এই দূর্ঘটনায় পড়েন। গাড়ির চালকও আহত হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//