Print Date & Time : 20 April 2025 Sunday 6:41 pm

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া ভেড়ামারায় বেবি টেক্সি (ঢাকা মেট্রো প-২৯৭২) ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সম্রাট আলী (২১) নিহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (২২শে ডিসেম্বর) সকাল সাতটার দিকে মোটরসাইকেল নিয়ে চাকুরীরত (পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে) যাওয়ার পথে ভেড়ামারা-ঈশ্বরদী সড়কে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেইন গেট থেকে একটু সামনের দিকে মেইন রাস্তায় মোটরসাইকেল ও বেবি টেক্সসির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। মোটরসাইকেল আরোহীকে আহত অবস্থায় স্থানীয় জনগণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। 

নিহত ব্যক্তি কুষ্টিয়ার দৌলতপুর বাহির মাদি গ্রামের মৃত সাফাত আলীর ছেলে সম্রাট আলী (২১)। সে রূপপুর পারমাণবিক বিদুৎ কেন্দ্রের নির্মাণ শ্রমিক বলে প্রাথমিক ভাবে তথ্যে জানা গেছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, বেবি টেক্সিটিকে জব্দ করেছি এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে।                                                                   

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ২২ ডিসেম্বর ২০২৩